ব্যর্থ মেসি, হেরে গেল মায়ামিও
গোল পেলেন না লিয়োনেল মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারের প্রতিযোগিতার প্রথম পর্বে তাঁর দলও হেরে গেল ০-২ গোলে ভ্যাঙ্কুভারের কাছে। দ্বিতীয় পর্বে মেসিদের কমপক্ষে তিন গোলে জিততে হবে। এ দিন ভ্যাঙ্কুভারের ব্রায়ান হোয়াইট ২৪ মিনিটে ১-০ করেন দুর্দান্ত এক ক্রসে হেড দিয়ে। ৮৫ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্টিয়ান বেরহাল্টার।
সন্দীপনের ১০৮
সিএবি আয়োজিত প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দ্বিতীয় দিনের শেষে মোহনবাগানের বিরুদ্ধে ভাল জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। সন্দীপন দাসের অপরাজিত ১০৮ রানের সৌজন্যে ইস্টবেঙ্গল তোলে ৪০৯-৯। জবাবে মোহনবাগান মাত্র ১৪৬ রানেই পাঁচ উইকেট হারিয়েছে। অন্য দিকে কালীঘাটের বিরুদ্ধে ভবানীপুর তোলে ৬১৭-৬। জবাবে কালীঘাট দিনের শেষে ১৮৮-২।
উদ্ধার অপহৃত
ইকুয়েডরের ২৬ বছরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেসের পরিবারকে শুক্রবার উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে সেই ফুটবলারের স্ত্রী (২৪) ও সন্তান (৫)-কে চার জন সশস্ত্র দুষ্কৃতি অপহরণ করে। জ্যাকসন বিছানার তলায় লুকিয়ে ছিলেন বলে বেঁচে যান। পুলিশের কমান্ড্যার পাওলো দাভিলা জানিয়েছেন, মা-ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন। এমনকি অপহরণকারীরা ৪ কোটি ২৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলেও তা দিতে সম্মত হয়নি।
চ্যাম্পিয়ন বাংলা
পুণেয় ভারতের জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত ছেলেদের জুনিয়র বিভাগে জাতীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ১২ বছর পরে চ্যাম্পিয়ন হল বাংলা। তাদের স্কোর ২৭২. ২৫। জয়ী দলের সদস্যরা- নীলাদ্রি সরকার, গৌরব চক্রবর্তী, সুমন দাস, শেখ নাবিক আলি, ঋক সরকার ও প্রীতম কুরি।