ফাইনালে বার্সা এগিয়ে: আনচেলত্তি
নিজস্ব প্রতিবেদন
২৫ এপ্রিল: কোপা দে রে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার ত্রিমুকুট জয়ের স্বপ্ন কি পূরণ হবে? চলতি মরসুমে গত অক্টোবরে লা লিগায় প্রথম পর্বের এল ক্লাসিকোয় কিলিয়ান এমবাপেদের ৪-০ চূর্ণ করেছিলেন রবার্ট লেয়নডস্কিরা। তার পরে গত জানুয়ারিতে ৫-২ জিতে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এই মরসুমে লা লিগা খেতাবও কার্যত হাতের মুঠোয় লামিনে ইয়ামালদের।
কোপা দেল রে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলতে মরিয়া রিয়াল শিবিরে অবশ্য এল ক্লাসিকোয় মাঠে বল গড়ানোর আগেই অস্বস্তি বাড়ল। ফাইনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রিকার্দো দে বুর্গোস বেনগোয়েতসেনাকে। রিয়ালের তরফে রেফারি পরিবর্তনের আর্জি জানানো হলেও স্পেনের ফুটবল ফেডারেশন তা খারিজ করে দেয়। এই পরিস্থিতিতে রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তি এগিয়ে রাখছেন বার্সাকে। তিনি বলেছেন, ‘‘ফাইনালে বার্সাই এগিয়ে রয়েছে। আমাদের রক্ষণ শক্তিশালী করে খেলতে হবে।’’
বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক যদিও নিজেদের এগিয়ে রাখতে রাজি নন। তাঁর কথায়, ‘‘রিয়াল মাদ্রিদ অসাধারণ দল।’’