সময়ের সাজ
শুধু ঘড়ি যথেষ্ট নয়, প্রয়োজন একটু বাড়তি সাজ। ঘড়ির গয়না ক্রমশ জনপ্রিয় হচ্ছে
মোবাইলের দাপটে ঘড়ি পরার চল প্রায় উঠেই গিয়েছিল। কিন্তু স্মার্টওয়াচের দাক্ষিণ্যে ফের জনপ্রিয় হয়েছে ঘড়ি। শুধু স্মার্টওয়াচ নয়, হাতঘড়িও ধীরে ধীরে তার হারানো স্থান দখল করেছে কিছুটা। পোশাকের সঙ্গে মিলিয়ে নানা ধরনের ঘড়ি সংগ্রহে রাখেন অনেকে। ঘড়ি সাজের অঙ্গও বটে। সেই সাজেই যোগ হয়েছে ওয়াচ চার্ম। সোজা ভাষায় বললে ঘড়ির গয়না। ঘড়ির ব্যান্ডের সঙ্গে আটকানো থাকে এই চার্ম, অনেকটা ছোট্ট রিস্টলেটের মতো। আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই ওয়াচ চার্ম ক্রমশ জনপ্রিয় হচ্ছে।
ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ও গয়নার বিপণি বাজারে নানা ধরনের ওয়াচ চার্ম নিয়ে এসেছে। তা যেমন স্মার্টওয়াচের সঙ্গে পরা যায় তেমনই মেটাল, লেদার, সিলিকন, নাইলন, রাবার… সব ধরনের ব্যান্ডের সঙ্গেই মানানসই। চার্মের মধ্যে নামের আদ্যক্ষর, হার্ট, ফ্লোরাল, স্টার, টেডি বেয়ার মোটিফ বেশ জনপ্রিয়। তবে ট্রেন্ডিং হল ইভল আই মোটিফ। চাইলে নিজের পছন্দ মতো মোটিফও বানিয়ে নিতে পারেন।
অনেকে অর্নামেন্টাল ওয়াচ পরতে পছন্দ করেন। সেটা খানিকটা গয়নার মতোই শোভা পায় হাতে। ওয়াচ চার্ম পরার উদ্দেশ্যও সেটাই। ভারতীয়, পাশ্চাত্য সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই ঘড়ি পরা যায় এবং তার সঙ্গে ওয়াচ চার্ম। শুধু মেয়েরা নয়, ছেলেরাও এখন ওয়াচ চার্ম পরছেন। ক্যাজ়ুয়াল বা অফিসের পোশাকের সঙ্গেও এটা বেশ কেতাদুরস্ত লাগে। আবার টিনএজারদের মধ্যে হ্যালো কিটি, বানি ওয়াচ চার্ম পিনও বেশ জনপ্রিয়।
চার্মের কোয়ালিটির উপরে নির্ভর করে এর দাম। সাধারণ দোকানে ২০০-৩০০ টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। রোজ় গোল্ডের চার্মের দাম আর একটু বেশি। গোল্ড প্লেটেড
ওয়াচ চার্মও কিনতে পারেন। দামি পাথর বা হিরে বসানো সোনার চার্মও কিনছেন অনেকে। নামী গয়না প্রস্তুতকারক সংস্থাগুলিও সাধারণ মানুষের বাজেটের মধ্যে নানা
ধরনের পছন্দসই ডিজ়াইন নিয়ে আসছে। জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনে কাছের মানুষের নামের আদ্যক্ষর লেখা চার্ম উপহার দিতে পারেন।