জঙ্গি হামলা নিয়ে পোস্ট, হুমকি
}} পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছিলেন উত্তর ২৪ পরগনার এক যুবতী। তারপর থেকে তাঁকে সমাজমাধ্যমে খুন-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে আরও একটি পোস্টে সে কথা জানান। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। ইতিমধ্যে থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শুক্রবার বিজেপির এক কর্মীর মাধ্যমে যুবতীর টেলিফোনে কথা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান যুবতী। এ দিন অশোকনগরে তাঁর বাড়িতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনিও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরে অশোকনগর-কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার বাড়িতে গিয়ে আশ্বস্ত করেন যুবতীকে।
ওয়াকফ নিয়ে
}} সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হওয়া মিছিল নিয়ে বিজেপি অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে আসানসোলে। ওয়াকফ বিরোধী মিছিলটি হয় বৃহস্পতিবার। সেখান থেকে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, দাবি করে শুক্রবার আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ই-মেল
করে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়। অভিযোগ অস্বীকার করে ওই মিছিলের আয়োজকেরা দাবি করেছেন, পুরোটাই মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। বিজেপির যাঁরা এই ধরনের অপপ্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোল দক্ষিণ থানায় অভিযোগও করেছেন তাঁরা।
যৌন নির্যাতন, ধৃত
}} সাত বছরের এক বালিকাকে তিন দিন ধরে যৌন নির্যাতন করার অভিযোগে কাটোয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই বালিকার শারীরিক পরীক্ষার
জন্য পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবা ধৃতকে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে পাঠান। পুলিশ জানায়, বছর পঞ্চাশের ওই ধৃত প্রতিদিনই দুপুরে বালিকাকে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যেত। খাবারের প্রলোভন দেখিয়ে বেশ কিছু সময় আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। কাউকে সেই কথা না জানানোর জন্য হুমকিও
দেওয়া হয়।
বাবলা-খুনে ধৃত
}} নেপাল, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, জয়পুর ঘুরেও
শেষরক্ষা হল না মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনে অভিযুক্ত ‘ওয়ান্টেড’ রোহন রজকের। বৃহস্পতিবার বিহারের আজমনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, টাকার টান পড়তেই বিহারের আজমনগর থানা লাগোয়া এক আত্মীয়ের বাড়িতে বৃহস্পতিবার সকালে ঠাঁই নেয় রোহন। রাতেই স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করে শুক্রবার পেশ করা হয় মালদহ জেলা আদালতে। আদালত রোহনকে সাত দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে, দাবি পুলিশের।