হাজিরার নির্দেশ
}} প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত অরুণ হাজরা আদালতে গরহাজির থাকলেন। তাঁর আইনজীবী বলেন, ‘‘অরুণ অসুস্থ।’’ বিচারকের নির্দেশ, ২৯ এপ্রিল পরবর্তী শুনানিতে অরুণকে আদালতে উপস্থিত হতেই হবে। এ দিন আদালতে মক্কেলের অসুস্থতার কথা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামীও। তিনি বলেন, ‘‘২২ এপ্রিল পার্থকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিডনি সংক্রান্ত গুরুতর অসুস্থতা।’’ অসুস্থ মক্কেল বাড়িতে আছেন বলে জানান আর এক অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী সোমনাথ সান্যালও।
কলস যাত্রা
}} দিঘায় জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনের আগে ‘কলস যাত্রার’ আয়োজন করা হল। শুক্রবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘গভীর ভক্তির সঙ্গে আমরা ভগবান জগন্নাথকে স্বাগত জানাতে প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে দিঘায় মন্দির উদ্বোধন করা হবে। প্রাণপ্রতিষ্ঠার আগে অনুষ্ঠান শুরু হয়েছে। ভক্তদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কলস যাত্রা।’’