পাঁচ শ্রমিকের
মৃত্যু বাহরাইচে
}} উত্তরপ্রদেশের বাহরাইচে একটি চালকলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল পাঁচ জন শ্রমিকের। এঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দমকল
আধিকারিক বিশাল গন্ড বলেন, “ড্রায়ার থেকে ধোঁয়া বেরোতে দেখে তা পরীক্ষা করতে যান ওই শ্রমিকেরা। তাতেই আট জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে পাঁচ জন মারা গিয়েছেন। তিন জন চিকিৎসাধীন রয়েছেন।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
আমডাঙায় অবরোধ
}} কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে সমাজমাধ্যমে এক যুবকের বিতর্কিত পোস্ট ঘিরে শুক্রবার সন্ধ্যা ৭টার পরে তেতে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকা। জাতীয় সড়কে অবরোধ হয়। আটকে পড়ে উত্তরবঙ্গগামী বাস-সহ অন্য যানবাহন। অবরোধ তুলতে পুলিশ প্রথমে জনতাকে বোঝায়। তাতে কাজ হয়নি। পুলিশ লাঠি চালালে পুলিশের উপরে পাল্টা হামলা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি এবং মোটরবাইকে ভাঙচুর করা হয়। রাত ১০টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাফ। স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, ‘‘পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।’’
স্ত্রীকে মেরে
}} প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যা করে মহিলার নিজের বাড়িতেই দেহ জ্বালিয়ে দিয়েছিল এক ব্যক্তি। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করলে মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, প্রাক্তন
স্ত্রীকে খুনের পর ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে। দিল্লির পাটপারগঞ্জ এলাকার ঘটনা। বুধবার প্রাক্তন স্বামীর হাতে খুন হন প্রিয়ঙ্কা নামে ওই মহিলা। অভিযুক্তের দেহ পরে উদ্ধার হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে
এসেছে ঘটনাটি।