ভিন্ন সুর ট্রাম্পের
}} জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে ভারতের পাশে দাঁড়িয়েছিল ট্রাম্প প্রশাসন। এই ঘটনার কড়া নিন্দা করেছিলেন আমেরিকার শীর্ষ নেতারা। পহেলগাম হত্যাকাণ্ডের খবর পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বার তাঁর গলায় শোনা গেল ভিন্ন সুর। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান যাওয়ার সময়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি ভারতের খুব কাছের, পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চলছে। সম্ভবত তার
চেয়েও বেশি সময় ধরে। তবে এই হামলা খুবই খারাপ ঘটনা। সীমান্তে উত্তেজনা দেড় হাজার বছরের। পাকিস্তান এবং ভারতের মধ্যে সব সময়েই প্রচণ্ড উত্তেজনা ছিল। আমি দু’দেশের নেতাকেই চিনি। আমি নিশ্চিত যে, তাঁরা কোনও না কোনও ভাবে এর সমাধান করবেন।”
সরকারকে ব্যঙ্গ
}} ভারতের হুমকির মুখে দাঁড়িয়ে নিজেদের সরকারকেই ব্যঙ্গ-বিদ্রুপ করছেন পাকিস্তানিদের একাংশ। হাতিয়ার সমাজমাধ্যম। দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবের কথা ফুটে উঠেছে সেই ব্যঙ্গে। এক জনের বক্তব্য, ‘‘ভারত যুদ্ধ শুরু করলে রাত ন’টার মধ্যে শেষ করতে হবে। কারণ তার পরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’’ আর এক জনের বক্তব্য, ‘‘ভারতীয়দের জানা উচিত তারা এক গরিব দেশের সঙ্গে যুদ্ধ করছে।’’ ভারতীয় বায়ুসেনার ছবি পোস্ট করেছিলেন এক ভারতীয়। জবাবে পাক বায়ুসেনার এক মিম পোস্ট করেছেন এক পাকিস্তানি। আর এক জনের বক্তব্য, ‘‘আপনারা লাহোর দখল করলে আধ ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে দেবেন।’’