পুতিনে ক্ষুব্ধ
রোম, ২৬ এপ্রিল: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে বেজায় ক্ষুব্ধ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রদূত স্টিভ উইটকফকে পুতিন জানিয়েছিলেন, কোনও রকম ‘পূর্বশর্ত’ ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া। শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান। তবে পুতিন মুখে শান্তি আলোচনার কথা বললেও সম্প্রতি ইউক্রেনের উপরে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। শুক্রবার রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের। তার পরেই সমাজমাধ্যমে পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প লিখেছেন, ‘আমার মনে হচ্ছে উনি আদতে যুদ্ধ থামাতে চান না’। রাশিয়ার সঙ্গে অন্য ধরনের আচরণের প্রয়োজন আছে বলেও মত ট্রাম্পের।
সংবাদ সংস্থা