জিএসটি ট্রাইবুনাল
}} জিএসটি আপিল ট্রাইবুনালের (জিএসটিএটি) নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। বলা হয়েছে, এখানে মামলার জন্য বাধ্যতামূলক ভাবে অনলাইনে আবেদন জানাতে হবে। শুনানির সময় সব পক্ষ আদালতে উপস্থিত হয়ে বা ভিডিয়ো মারফত বক্তব্য রাখতে পারবেন। জরুরি ক্ষেত্রে বেলা ১২টার মধ্যে মামলা দায়ের হলে ও সেটি সব দিক দিয়ে ঠিক থাকলে পর দিনই শুনানি হবে। বিশেষ জরুরি ক্ষেত্রে ট্রাইবুনাল বা সভাপতির অনুমতিক্রমে ৩টার মধ্যে মামলা রুজু করা যাবে। সে ক্ষেত্রেও পর দিন শুনানি হবে। জিএসটি সংক্রান্ত বিবাদের দ্রুত নিস্পত্তি এবং সাধারণ আদালতের বোঝা কমাতেই জিএসটিএটি গঠন করা হয়েছে।
কেন্দ্রের নির্দেশ
}} কেন্দ্রের উৎসাহ প্রকল্পে বিভিন্ন ছাড় পেতে বৈদ্যুতিন যন্ত্রাংশ নির্মাতা সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে ডিজ়াইন টিম তৈরি করতে হবে বলে জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি, তাদের কাজের নির্দিষ্ট স্তরও অতিক্রম করতে হবে। তিনি জানান, তথ্যপ্রযুক্তি মন্ত্রক যোগ্যতার মাপকাঠি হিসেবে এই সব শর্ত রাখবে না। তবে সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে তা মাথায় রাখা হবে।
নতুন ব্যবসায় পা
}} বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ তৈরির ব্যবসায় পা রাখল হিন্দালকো। পুণের কাছে চাকনের কারখানায় এই যন্ত্রাংশ তৈরি করবে তারা। লগ্নি ৫০০ কোটি টাকা। মূলত গাড়ির ব্যাটারি সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদনেই নজর দেবে সংস্থা। এ জন্য মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার সঙ্গে চুক্তি করেছে হিন্দালকো।
নতুন নিয়োগ
}} অনন্ত অম্বানী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। পাঁচ বছর এই পদে থাকবেন তিনি।