উদ্ধার ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ
}} বাড়ির ছাদ থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ। শনিবার বিকেলে, ফুলবাগান থানার সিআইটি রোডে। মৃতের নাম জয়ন্ত সাহা (৬৫)। পুলিশ সূত্রের খবর, তাঁর রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। গত মার্চে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। নিজেও ভুগছিলেন ক্যানসারে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে একাকিত্বে ভুগছিলেন জয়ন্ত। তাঁর দুই ছেলের আলাদা ব্যবসা রয়েছে। পাঁচতলা বাড়ির উপরতলায় থাকতেন জয়ন্ত। ঘটনার সময়ে ছেলেরা ছিলেন না। ছাদে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় জয়ন্তকে পড়ে থাকতে দেখেন এক পরিচারক এবং এক পরিচারিকা। নিজের লাইসেন্স থাকা রিভলভার থেকে গুলি চালিয়ে জয়ন্ত আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশেই মিলেছে একটি মোবাইল। মোবাইলে ভিডিয়ো করে জয়ন্ত জানিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ দিনই পরিচারিকার কাছে মোবাইলে ভিডিয়ো করা শিখেছিলেন জয়ন্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।