শিশুকে ‘যৌন হেনস্থা’, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা
তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি এলাকার ঘটনা। শনিবার আদালতে ওই শিশুর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকাশ সিংহ রায়। তাদের বাড়িতে এক মাস ধরে পরিচারিকার কাজ করেছিলেন এক তরুণী। ওই এলাকায় রেললাইনের ধারে ঝুপড়িতে তিনি থাকেন। দুপুরে বাড়িতে কেউ না থাকায় মেয়েকে সঙ্গে নিয়েই কাজে যেতেন তিনি। ওই তরুণী জানান, শুক্রবারও তা-ই করেছিলেন। আকাশদের বাড়ির একতলার ঘর মোছার সময়ে পাশেই ছিল শিশুটি।
অভিযোগ, সে দিন ওই তরুণীর শিশুকন্যাটিকে খাতা-পেন দিয়ে খেলছিল আকাশ। পরে সে শিশুটিকে দোতলায় নিয়ে যায়। তরুণী বলেন, ‘‘দোতলায় গিয়ে আকাশের ঘরে ঢুকে দেখি, ও মেয়ের হাত ধরে ছবি আঁকাচ্ছে। এর পরে আমি পাশের ঘর মুছতে চলে যাই।’’ তরুণীর দাবি, কাজের শেষে মেয়েকে ডাকলেও সে সাড়া দিচ্ছিল না। তখন আকাশের ঘরের সামনে এসে দেখেন, দরজা বন্ধ। অভিযোগ, দরজায় ধাক্কা দিতে আকাশ দাবি করে, শিশুটি জল ফেলে জামা ভিজিয়ে ফেলেছে। পরক্ষণেই দরজা খুলে সে শিশুটিকে বার করে দেয়। কিন্তু তার জামা ভেজা ছিল না। ওই তরুণী বলেন, ‘‘ফেরার পথে মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে, আকাশ ওর গোপনাঙ্গে হাত দিয়েছিল।’’
এর পরে লোকজনকে নিয়ে তরুণী ওই বাড়িতে ফিরে গিয়ে গোটা ঘটনার কথা জানালে আকাশের মা মাইনে ও এক হাজার টাকা বেশি নিয়ে চলে যেতে বলেন বলে অভিযোগ। তখন শিশুটির পরিবার পুরপ্রতিনিধিকে বিষয়টি জানায় ও থানায় অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিশ আকাশকে গ্রেফতার করে।