শালিমার স্টেশনে দু’লক্ষ টাকার জাল নোট সমেত ধৃত
নিজস্ব সংবাদদাতা
মুম্বইয়ে পাচার করার আগে হাওড়ার শালিমার স্টেশন থেকে দু’লক্ষ জাল ভারতীয় টাকা
উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সেই সঙ্গে ওই টাকা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
ধৃতের নাম সৌমেন পাল। তার বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদে। গোয়েন্দারা জানান, সৌমেন মুর্শিদাবাদ থেকে ওই জাল
ভারতীয় নোট নিয়ে যাচ্ছিল মুম্বইয়ে। শুক্রবার রাতে শালিমার স্টেশন থেকে
মুম্বইগামী ট্রেন ধরার সময়ে তাকে পাকড়াও করা হয়। কাকে এবং মুম্বইয়ের কোথায় সে
ওই জাল টাকা পৌঁছতে যাচ্ছিল, তা জানার জন্য ধৃতকে হেফাজতে নিয়ে
জেরা করছেন গোয়েন্দারা। সৌমেনের সঙ্গে কোনও জঙ্গি
সংগঠনের যোগ রয়েছে
কিনা, তা-ও খতিয়ে দেখার কাজ চলছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসটিএফ জানিয়েছে, ওই জাল নোট বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে নিয়ে
আসা হয়েছিল। সেখান থেকে কারও নির্দেশ মতো ওই টাকা ট্রেনে করে মুম্বইয়ে পৌঁছে দিতে
যাওয়ার কথা ছিল সৌমেনের। সেই মতো শুক্রবার রাতে শালিমার স্টেশনের বাইরে পৌঁছে যায় সে। মুম্বই মেল ধরার কথা ছিল তার। এক তদন্তকারী জানান, গোপন সূত্রে খবর পেয়ে
স্টেশনের বাইরেই অপেক্ষা করছিলেন গোয়েন্দারা। গাড়ি থেকে নেমে স্টেশনে ঢোকার মুখেই
অভিযুক্তকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি
চালিয়ে ওই জাল নোট উদ্ধার করা হয়।
গোয়েন্দারা জানান, জাল টাকার সব ক’টিই পাঁচশো টাকার
নোট। যা খুবই উন্নত মানের কাগজে ছাপা। মনে করা হচ্ছে, অভিযুক্ত সৌমেন জাল নোটের ‘ক্যারিয়ার’। কিছু পারিশ্রমিকের
বিনিময়ে ওই জাল নোট মুর্শিদাবাদ থেকে মুম্বইয়ে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। সেই মতো তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু
সেই নির্দেশ কে দিয়েছিল, আপাতত সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।