শাসনে খুনে গ্রেফতার পাঁচ
}} জমি বিবাদের জেরে শাসনে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হল। ধৃতেরা একই পরিবারের সদস্য। ধৃতদের নাম মন্তাজ আলি, ফিরোজ আলি, শাহরুখ আলি, মলি বিবি এবং মন্তাজের এক নাবালক ছেলে। শনিবার ওই নাবালককে জুভেনাইল বোর্ডে তোলা হয়। বাকি চার অভিযুক্তকে বারাসত আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। শুক্রবার শাসনে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মায়ের সামনেই খুন হয়ে যান মিজানুর ইসলাম নামে এক যুবক। তাঁকে বাঁশ ও ইট দিয়ে মাথায় মারা হয়। মামার বাড়িতে এসেছিলেন তিনি। অভিযোগ, তাঁর মামা মন্তাজ তাঁদের জমি দখল করে রেখেছিলেন। মায়ের পক্ষ নিতে যাওয়ায় খুন হন মিজানুর।
বাসের ধাক্কা, মৃত্যু
}} বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার। শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানার ডক্টর এস সি ব্যানার্জি রোডে। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ৭৫ বছর। চালপট্টি এলাকায় থাকতেন তিনি। জানা গিয়েছে, এ দিন সকালে সাঁতরাগাছি-নিউ টাউন রুটের একটি বেসরকারি বাস বৃদ্ধাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তাঁকে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাসচালককে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ।
আজ বেশি ট্রেন
}} জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য আজ, রবিবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় ও হাওড়া ডিভিশনে সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত সপ্তাহের কাজের দিনের মতোই লোকাল ট্রেন চলবে। তবে মাতৃভূমি লোকাল চালু থাকছে না। হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রোপথে ট্রেন নিয়ন্ত্রণ সংক্রান্ত পরীক্ষা ছাড়াও মেট্রোর ভারপ্রাপ্ত সেফটি কমিশনার ওই পথ পরিদর্শন করবেন। সে জন্য ইস্ট-ওয়েস্টের পরিষেবা বন্ধ থাকবে।