ভরল না ইডেনের গ্যালারি, টিকিটের বেশি দামই কারণ?
নিজস্ব সংবাদদাতা
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে টিকিটের দাম আকাশছোঁয়া। সপ্তাহান্তে খেলা বলে আগের ম্যাচের চেয়ে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় টিকিটের দাম। ফলে ভরল না মাঠ।
কেকেআর-পঞ্জাব ম্যাচ দেখতে ইডেনে এসেছিলেন মাত্র ৩৪,০৪০ দর্শক। সব মিলিয়ে ৬৫ হাজার আসন রয়েছে ইডেনে। কিন্তু এ দিন তার অর্ধেক আসন ভর্তি হয়।
টিকিটের দাম বাড়ানো অথবা কমানোর সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। গত বারের চ্যাম্পিয়নরা ভেবেছিলেন, টিকিটের দাম বাড়িয়ে দিলেও ভরে উঠবে মাঠ। লাভ বাড়বে ফ্র্যাঞ্চাইজ়ির। কিন্তু কলকাতার ক্রিকেটপ্রেমীরা জয় দেখতে আসেন। টানা ব্যর্থতার পরে তাঁরা আকর্ষণ হারাতে বাধ্য। পাশাপাশি টিকিটের দামও যদি বাড়িয়ে দেওয়া হয়, মাঠে আসার যুক্তি কী?
আবহাওয়ার যে এমন পরিবর্তন হবে সকাল থেকে ভাবা যায়নি। তাই দর্শকাসন ফাঁকা হওয়ার কারণ যে টিকিটের আকাশছোঁয়া দাম, তাতে কোনও সন্দেহ নেই। গুজরাত ম্যাচে ৯০০ টাকা থেকে শুরু হয়েছিল টিকিট। ১২০০, ১৫০০, ২০০০, ২৫০০ টাকার টিকিটও ছিল। কিন্তু পঞ্জাব ম্যাচে ৯০০-র পরেই টিকিটের দাম লাফ দিয়ে বেড়ে দাঁড়ায় ২০০০ টাকা। তার পরে ৩৫০০ ও পাঁচ হাজার টাকার টিকিট রাখা হয়। স্বাভাবিক ভাবেই ইডেনমুখী হওয়ার কোনও কারণ দেখছেন না দর্শকেরা। এত দাম দিয়ে টিকিট কেটে প্রিয় দলের হার কি কেউ দেখতে চাইবেন? তা ছাড়া পঞ্জাব ম্যাচে তো আর বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকা নেই। শ্রেয়স আয়ারকে দেখতে নিশ্চয়ই ইডেন ভরবে না। এত ফাঁকা ইডেন দেখে অনেকেই বিস্মিত। সমাজমাধ্যমে ইডেনের ফাঁকা গ্যালারির ছবি দিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন অনেকে। ধীরে ধীরে কেকেআরের পাশাপাশি আইপিএলও কি তবে আকর্ষণ হারাতে শুরু করেছে?
ইডেন ভর্তি না হওয়ার আরও একটি কারণ, অতিরিক্ত তাপমাত্রা। শনিবার দুপুরের দাবদাহকে উপেক্ষা করে অনেকেই মাঠে আসতে চাননি। রাত ৯.৩৫-এর পর থেকে ঝড়বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। কয়েকটি গ্যালারি যাও বা ভর্তি ছিল, খালি হয়ে যায়।
ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে ইডেনের আচ্ছাদন উড়ে চলে যায় গ্যালারিতে। মাঠকর্মীরা আচ্ছাদন ধরে রাখতে পারছিলেন না। একটি কভার সামলাতে গিয়ে অন্যটি উড়ে যেতে থাকে। খেলা বন্ধ হওয়ায় দর্শকেরা এই দৃশ্য দেখেই হাততালি দিচ্ছিলেন। পঞ্জাব কিংসের হসপিটালিটি বক্স থেকে প্রীতি জ়িন্টাও এই দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারেননি।
ম্যাচ শুরু হওয়ার আগে যদিও দর্শকদের মধ্যে তেমন উচ্ছ্বাস ছিল না। পহেলগাম জঙ্গিহানায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে এ দিন কালো আর্মব্যান্ড পরে নামেন নাইট ক্রিকেটারেরা। সন্ধে ৬.২০ মিনিটে নীরবতা পালনও করা হয় নিহতদের স্মরণে। বিশেষ উদ্যোগ নেয় সিএবি-ও। এ দিন বেল বাজিয়ে ম্যাচ শুরু করার প্রথা বন্ধ রাখা হয়। কিন্তু ‘লেজ়ার শো’ বন্ধ রাখতে দেখা গেল না। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তের সমালোচনাও করেন।
বিপত্তি: কেকেআরের ইনিংসের শুরুতেই ঝড়-বৃষ্টির দাপট। ইডেনে মাঠ ঢাকার মরিয়া চেষ্টা করে চলেছেন মাঠকর্মীরা। শনিবার। নিজস্ব চিত্র
অতিথি: ইডেনে হাজির ব্রেট লি এবং প্রীতি জ়িন্টা। যদিও বৃষ্টিতে পুরো ম্যাচ দেখা হল না। ছবি: সুদীপ্ত ভৌমিক
হতাশ: এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রাসেলদের। নিজস্ব চিত্র
নজরে: পঞ্জাব-কেকেআর দ্বৈরথে ফাঁকা ইডেনের গ্যালারি। নিজস্ব চিত্র