কোহলি বনাম স্টার্ক, লখনউয়ের সামনে রোহিতরা
নিজস্ব প্রতিবেদন
২৬ এপ্রিল: একই দিনে আইপিএলের দুই ম্যাচে নামছেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা— রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রবিবার ওয়াংখেড়েতে রোহিতের মুম্বই ইন্ডিয়ানসের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। আর দিল্লিতে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস।
লখনউয়ের বিরুদ্ধে নামার আগে রোহিত আবার প্রতিপক্ষ দলের ‘মেন্টর’ হিসেবেও অবতীর্ণ হয়েছেন। লখনউয়ের দেওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, রোহিত গিয়ে কথা বলছেন আব্দুল সামাদের সঙ্গে। লখনউয়ের এই তরুণ ব্যাটসম্যানকে রোহিত বলেন, ‘‘তুমি কখনও আমার মতো ব্যাট করতে পারবে না। আমি কখনও তোমার মতো ব্যাট করতে পারব না। তোমার নিজস্ব টেকনিক আছে, নিজস্ব খেলার ধরন আছে। মনে রাখবে, টেকনিক ছাড়া কিন্তু এগোনো যায় না।’’
অন্য দিকে, টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লির মুখোমুখি হচ্ছে আরসিবি। যে ম্যাচে মিচেল স্টার্ক বনাম বিরাট কোহলির লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা। এই বছরে দুরন্ত ছন্দে আছেন আরসিবির ব্যাটসম্যানরা। বিশেষ করে বিরাট। পাঁচটি অর্ধশতরান হয়ে গিয়েছে এই কিংবদন্তি ব্যাটসম্যানের। এ দিন দিল্লিতে আরসিবির স্পিন বোলিং কোচ মলোলান রঙ্গরাজন বলেন, ‘‘স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলার জন্য বিরাট কোহলির মতো কিংবদন্তিকে আলাদা করে সময় দিতে হয় না।’’ গত বারে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। যা নিয়ে স্পিন বোলিং কোচ বলেন, ‘‘শুধু বিরাট নয়, গত বার পুরো দলের স্ট্রাইক রেট নিয়েই প্রশ্ন ছিল।’’
অন্য দিকে, প্রথম দিকে খারাপ খেলা মুম্বই ঠিক রোহিতের মতোই ছন্দে ফিরেছে।মুম্বই এবং লখনউ, দু’টো দলই ১০ পয়েন্টে। কিন্তু নেট রানরেটে এগিয়ে মুম্বই। এ বারের আইপিএলে প্রথম দিকে রান পাচ্ছিলেন না রোহিত। কিন্তু শেষ দু’টো ইনিংসে বিস্ফোরক ব্যাটিং করেছেন। মুম্বইয়ের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরে কেউ খেললে মাঝে মাঝে খারাপ সময় আসে। যখন প্রত্যাশা মতো রান ওঠে না। ওই সময় সংশ্লিষ্ট ক্রিকেটারের পাশে থাকাটা জরুরি। এখন সবাই রোহিতের প্রশংসা করছে।’’
এখন কি আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে রয়েছেন? পোলার্ডের জবাব, ‘‘আইপিএলে ওই ভাবে গুরুত্বপূর্ণ পর্ব বলে কিছুকে আলাদা করা যায় না। সব কিছু নির্ভর করে দলটা কী রকম ছন্দে আছে, ক্রিকেটাররা কী রকম আত্মবিশ্বাসী, তার উপরে। দ্বিতীয় পর্বে সাধারণত দলগুলো ছন্দ পেয়ে যায়।’’ মুম্বইয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে। পাশাপাশি রোহিত ছন্দে ফেরায়, মুম্বইকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে।
আইপিএলের প্রথম ম্যাচ: মুম্বই বনাম লখনউ (দুপুর ৩.৩০)। স্টার স্পোর্টস নেটওয়ার্কে।