ফোন ফেরত দেওয়ার নামে ব্যাঙ্ক প্রতারণা
নিজস্ব সংবাদদাতা
হারিয়ে যাওয়া মোবাইল ফেরানোর নামে ফোন করে প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় এক চিকিৎসকের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। পুলিশ জানায়, সৌরদীপ দাস নামে ওই অভিযোগকারী এসএসকেএমের চিকিৎসক। অভিযোগ, গত ২৩ এপ্রিল তিনি ভবানীপুর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। সিম কার্ডও ব্লক করেন। এর পরে অচেনা নম্বর থেকে ফোন করে তাঁর বাবা-মাকে জানানো হয়, সৌরদীপের হারানো ফোনটি তাঁরা পেয়েছেন, ফেরত দিতে চান। বার কয়েক ফোন করে প্রতারকেরা বেশ কিছু তথ্য নিয়ে নেয়। এর পরেই দফায় দফায় চারটি অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেওয়া হয়। ওই চিকিৎসক ফের ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কোন কোন অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে, তার সূত্র ধরে থানার পাশাপাশি ডিভিশনের সাইবার বিভাগও তদন্ত শুরু করেছে।