দুই কর্মীর বিবাদে সাত ঘণ্টা বন্ধ রুট!
}} দুই কর্মীর বিবাদের জেরে শনিবার সকালে বাস পরিষেবা বন্ধ রাখলেন ৫৪ নম্বর রুটের চালক, কন্ডাক্টর ও অন্য কর্মীরা। তবে দীর্ঘ বৈঠকে মীমাংসা হওয়ায় প্রায় সাত ঘণ্টা পরে বালিখাল থেকে ধর্মতলাগামী ওই বাস পরিষেবা স্বাভাবিক হয়। অভিযোগ, শুক্রবার রাতে এক কর্মীকে এসে মারধর করেন অন্য বাসকর্মী। তারই প্রতিবাদে এ দিন সকাল থেকে পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ শুরু করেন ২০টি বাসের কর্মীরা। জানা যাচ্ছে, দুই কর্মীই ওই বাস স্ট্যান্ডের তৃণমূল পরিচালিত কর্মী সংগঠনের সদস্য। এ দিন বাস চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। পরে নেতারা এসে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গাড়ি উল্টে জখম
}} পণ্যবাহী গাড়ি উল্টে জখম হলেন সেটির চালক এবং খালাসি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ের কাচিঘারিতে। জখম দু’জনের নাম বিকাশ জানা এবং সুদীপ সর্দার। বিকাশ চালক। সুদীপ গাড়িটির খালাসি। দু’জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ রাখতে না পেরে বেপরোয়া গতির পণ্যবাহী গাড়িটি উল্টে গিয়েছিল।