পাসপোর্ট জালিয়াতিতে ধৃত আজাদের চক্রের খোঁজ
নিজস্ব সংবাদদাতা
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের সাহায্যে ভারতীয় নাগরিকত্বের নকল নথি বানিয়ে আরও কিছু পাকিস্তানি নাগরিক এ দেশে আছে কিনা, তা দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি পাসপোর্ট জালিয়াতি মামলায় জেল হেফাজতে থাকা আজাদ মল্লিককে অন্য একটি মামলায় হেফাজতে নিয়েছে ইডি।
ইডি সূত্রের দাবি, আজাদকে দফায় দফায় জেরা করা হচ্ছে। আদতে পাকিস্তানের নাগরিক আজাদ ২০১৩ সালে বাংলাদেশির ভুয়ো পরিচয় দিয়ে এ দেশে অনুপ্রবেশ করে। তার পর থেকে জাল নথিপত্র তৈরি করে এ দেশেই বসবাস শুরু করে।
তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য ভারতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সে তৈরি করেছে বলে জেরায় কবুল করেছে আজাদ। জানা গিয়েছে, ভুয়ো প্যান কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করতে এক থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিল আজাদ। পাশাপাশি, পাসপোর্ট তৈরি করার জন্য প্রায় আড়াই লক্ষ টাকা নিয়েছে সে, দাবি তদন্তকারীদের। তবে নিজের ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করতে হয়েছিল তাকে।
তদন্তকারীদের দাবি, এ দেশে অনুপ্রবেশের পরে যে সব মধ্যস্থতাকারীর মাধ্যমে ভুয়ো নথি তৈরি করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিল আজাদ, পরে তাদের নিয়ে সে নিজেই একটি চক্র তৈরি করে। আজাদকে জেরা করে এখন ওই চক্রের হদিস করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।