৩ উইকেটে জিতে সেরা রবীন্দ্রভারতী
সিএবি আয়োজিত অজয় ঘোষ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে শনিবার ফাইনালে তারা ৩ উইকেটে হারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়কে। বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথমে ২২৫ তোলে। অনিমিখ ঘোষ করেন ১২৫। বল হাতে সফল ওম ভগৎ (৩-২৯), রোহিত মিত্র (২-৫৫) ও জ়াহির খান (২-৪১)। জবাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাত উইকেট হারিয়ে জেতে। বিভাংশু রায়চৌধুরী অপরাজিত ৯৮, ওম ৩৯ ও জ়াহির অপরাজিত ৩৪ করেন। তিনটি করে উইকেট সুমিত দাস (৩-২৮), বিশ্বজিৎ যাদবের (৩-৩৩)।
জবাব শ্রীসন্তের
কেরল ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মন্তব্য করে তিন বছর নির্বাসিত হয়েছেন প্রাক্তন ভারতীয় বোলার শান্তাকুমারন শ্রীসন্ত। সঞ্জু স্যামসনকে কেরল দল থেকে বাদ দেওয়ায় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দলে জায়গা পাননি। এই ছিল তাঁর অভিযোগ। শনিবার সমাজমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “জানি না আমি কী ভুল করেছি। ‘ঈশ্বরের নিজস্ব দেশ’ (কেরলকে এই নামে ডাকা হয়)-এর আমি সবসময় ভাল চাই। সেই কারণেই সঞ্জুকে সমর্থন জানিয়েছি।”
আহত ফুটবলার
বুন্দেশলিগায় হাইডেনহাইম ও বোকাম-এর অবনমন বাঁচানোর লড়াইয়ে গুরুতর আহত দুই ফুটবলার। হাইডেনহাইমের গোলকিপার কেভিন মুলার ও বোকাম-এর স্ট্রাইকার ফিলিপ হফম্যান হাসপাতালে ভর্তি। বল ধরতে গিয়ে মুলারের সঙ্গে সংঘর্ষ হয় ইব্রাহিমা সিসোকোর। মুলার জ্ঞান হারান। বেশ কিছুক্ষণ শুশ্রুষার পরে তাঁকে স্ট্রেচারে মাঠ থেকে বার করতে হয়। হফম্যানের বুকের হাড় ভাঙে মার্ভিন পিয়েরিঙ্গারের সঙ্গে সংর্ঘষে। ম্যাচ গোলশূন্য ড্র। পয়েন্ট টেবলে শেষে বোকাম।