মোহনবাগানে নির্বাচনী ধ্বনি
নিজস্ব সংবাদদাতা
মোহনবাগানে নির্বাচন নিয়ে সরগরম ময়দান। ক্লাবের সভাপতি পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছেন স্বপনসাধন (টুটু) বসু। তখন থেকেই জল্পনা ছড়াচ্ছিল। শনিবার সাংবাদিক বৈঠকে টুটুবাবু স্পষ্ট জানিয়ে দিলেন, প্রাক্তন সচিব ছেলে সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করতেই তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন।
টুটুবাবু বলেন, “নৈতিকতার কারণে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। এ বারে পুরোপুরি সৃঞ্জয়ের হয়ে প্রচার করব।” মোহনবাগান ক্লাবে এত দিন ধরে নিজের অবদানের কথাও তুলে ধরলেন প্রাক্তন সভাপতি। তাঁর স্পষ্ট বক্তব্য, “সৃঞ্জয়কে ভোট দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া। তাই সকলকে বলছি, সৃঞ্জয়কে ভোট দিন।”
মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তকে টুটুবাবু তোপ দাগেন। অভিযোগ, দেবাশিস তাঁর পরিবারে ভাঙন ধরানোর চেষ্টা করেছেন।