সুপার কাপ চ্যাম্পিয়ন গোয়া
নিজস্ব সংবাদদাতা
ফের স্বপ্নভঙ্গ খালিদ জামিলের!
সাত বছর আগে ভুবনেশ্বরেই ইস্টবেঙ্গলের কোচ হিসেবে সুপার কাপের ফাইনালে হেরে গিয়েছিলেন খালিদ। শনিবার তাঁর দলের নাম বদলে গেলেও ফলাফল বদলাল না। এফসি গোয়ার বিরুদ্ধে ০-৩ হেরে ফের স্বপ্নভঙ্গের রাতের সাক্ষী থাকলেন জামশেদপুর এফসি-র কোচ খালিদ।
অন্য দিকে মানোলো মার্কেস দলকে চ্যাম্পিয়ন করিয়েই বিদায়গাথা লিখে রাখলেন। এর পরে তিনি পূর্ণ সময়ের জন্য ভারতীয় দলের দায়িত্ব নেবেন। গোয়া খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রাথমিক পর্বে।
গোয়ার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে প্রধান কারিগর জোড়া গোল করা বোরখা এরেরা। ২৩ মিনিটে ১-০ করেন তিনি। ৫১ মিনিটে সেন্টার লাইন থেকে একা বল নিয়ে উঠে দুরপাল্লার দুরন্ত বাঁ পায়ের শটে বল জালে জড়ান বোরখা। জয়সূচক গোলটি করেন ড্রেজান দ্রাজ়িচ।
উৎসব: ট্রফি নিয়ে গোয়ার ফুটবলারদের উচ্ছ্বাস। শনিবার। এআইএফএফ
সুপার কাপ ফাইনাল
গোয়া ৩n জামশেদপুর ০