মাদক সেবন করে নির্বাসনে রাবাডা, ফেরা নিয়ে ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদন
৩ মে: প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলার পরে দেশে ফিরে গিয়েছিলেন গুজরাত টাইটানসের কাগিসো রাবাডা। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। কিন্তু কারণটা কী, জানা যায়নি। সে কারণটা জানা গেল, শনিবার। রাবাডা জানিয়ে দিলেন, বিনোদনমূলক মাদক সেবন করার জন্য তাঁকে আপাতত সাময়িক নির্বাসনে পাঠানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে রাবাডা বলেছেন, ‘‘আইপিএল থেকে ব্যক্তিগত কারণে আমি দেশে ফিরে এসেছিলাম বলে জানানো হয়েছিল। এর কারণ আমার শরীরে রিক্রিয়েশনাল ড্রাগ পাওয়া যায়। সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে আমাকে। আমি আবার মাঠে ফেরার দিকে তাকিয়ে আছি।’’ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে যখন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ চলছিল, তখনই পরীক্ষা করা
হয়েছিল রাবাডাকে।
ভারত ছাড়ার আগে গুজরাত টাইটানসের হয়ে দু’টো ম্যাচ খেলেছিলেন এই পেসার। শোনা যাচ্ছিল,
তিনি ভারতে ফিরে আসবেন আইপিএলের শেষ পর্বে খেলার জন্য। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাবাডার খেলা অনিশ্চিত। ফলে কবে দক্ষিণ আফ্রিকার পেসার মাঠে ফিরতে পারবেন, নিশ্চিত নয়। কিন্তু এও শোনা যাচ্ছে, নির্বাসনের মেয়াদ কমে যেতে পারে। সে ক্ষেত্রে কি আইপিএলে দেখা যাবে রাবাডাকে?
বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)-র নিয়ম অনুযায়ী এই ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ সেবন করলে তিন মাস থেকে চার বছর পর্যন্ত নির্বাসন হতে পারে। সাধারণত, কোকেন, হেরোইনের মতো ড্রাগ এর মধ্যে পড়ে। যদি প্রমাণ হয়, সংশ্লিষ্ট খেলোয়াড় প্রতিযোগিতা না চলাকালীন এই মাদক নেন এবং এই মাদক সেবন তাঁর সক্ষমতা বৃদ্ধি করছে না, সেই নির্বাসন কমে তিন মাসও দাঁড়াতে পারে। আবার দক্ষিণ আফ্রিকার ডোপ বিরোধী সংস্থার প্রস্তাবিত চিকিৎসা পদ্ধতি মেনে চললে নির্বাসন দু’মাসেও নেমে আসতে পারে।