রাজস্থানের আমন্ত্রণে ইডেনে থাকবেন সাউথগেট
নিজস্ব সংবাদদাতা
রাজস্থান রয়্যালসের হসপিটালিটি বক্সে উপস্থিত থাকবেন জুড বেলিংহামদের প্রাক্তন কোচ গ্যারেথ সাউথগেট। তাঁকে আমন্ত্রণ জানানো হয় রাজস্থান রয়্যালস শিবির থেকে।
ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন কোচ সাউথগেটের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রাজস্থান সিইও জেক লাশ ম্যাক্রামের। তাই রাজস্থানের খেলা দেখতে সাউথগেট এলেন কলকাতায়। জয়পুরে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচেও তাঁকে দেখা গিয়েছিল। রবিবার ইডেনের হসপিটালিটি বক্সে উপস্থিত থাকবেন তিনি।
রাজস্থানের আর কিছু হারানোর নেই। প্লে-অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু অন্যদের ‘পার্টি’ খারাপ করে দেওয়ার সব রকম সম্ভাবনা আছে। রাজস্থানের সব চেয়ে বড় অস্ত্র এখন বৈভব সূর্যবংশী। প্রচারের আলোয় যাতে তার মতো প্রতিভা হারিয়ে না যায়, সেই দিকে নজর রাখছে রাজস্থান। আপাতত সমাজমাধ্যম থেকে দূরে থাকতে বলা হয়েছে বৈভবকে। ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে ১৪ বছরের কিশোরের। কিন্তু আপাতত তাকে সেই সব অ্যাকাউন্ট খুলতে দেওয়া হচ্ছে না। ‘পিআর’ টিমই আপাতত সেই অ্যাকাউন্ট ব্যবহার করবে।
বৈভবের উত্থানে উচ্ছ্বসিত রাজস্থানের বোলিং কোচ শেন বন্ড। সাংবাদিক বৈঠসে এসে বলছিলেন, ‘‘বৈভব অসাধারণ প্রতিভা। আমাদের উচিত ওকে নজরে রাখা। আপাতত সমাজমাধ্যম থেকে দূরে রাখা হচ্ছে ওকে। কোনও রকম পেশাদার চাপও দেওয়া হচ্ছে না।’’ যোগ করেন, ‘‘বৈভবকে ওর স্বাভাবিক খেলা খেলতে দিতে হবে। না হলে ওর মতো প্রতিভার উপরে চাপ পড়তে পারে।’’
রবিবারও রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। খেলবেন না সঞ্জু স্যামসন। চোট পেয়ে ছিটকে গিয়েছেন সন্দীপ শর্মাও। তবে জফ্রা আর্চার ছন্দ ফিরে পেয়েছেন। তাঁকে নিয়ে আশাবাদী বন্ডও। বলছিলেন, ‘‘জফ্রাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ও ভাল ছন্দে ফিরে এসেছে। শেষ কয়েকটি ম্যাচে নতুন বল হাতে আগুন ঝরাচ্ছে। আশা করব, ইডেনেও কেকেআরের বিরুদ্ধে ও ভাল বল করবে।’’
আর্চার যদিও এ দিন অনুশীলনে আসেননি। হোটেলেই বিশ্রাম করেন।