আজ শ্রেয়স বনাম ঋষভ
নিজস্ব প্রতিবেদন
৩ মে: প্রথম পর্বের দ্বৈরথে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আট উইকেটে হারতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। আজ, রবিবার তাই বদলা নেওয়ার লক্ষ্য নিয়েই নামছে লখনউ।
শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে পঞ্জাব কিংস। হার মাত্র একটিতে। অন্য দিকে লখনউ সুপার জায়ান্টস শেষ তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। লখনউয়ের প্রধান সমস্যার নাম ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হলেও ছন্দের ধারেকাছে নেই তিনি। তাই নজর থাকবে তাঁর দিকেও।
ম্যাচের আগের দিন পঞ্জাব কিংসের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন বলেন, “আমাদের তরুণ ক্রিকেটাররা নিজেদেরকে দারুণ ভাবে মেলে ধরছে। অভিজ্ঞরা জয়ে প্রধান ভূমিকা নিলেও তরুণ প্রতিভারাই আমাদের দলকে আরও গভীর করেছে।”
রবিবার আইপিএলে: পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস। সন্ধে ৭.৩০ থেকে। স্টার
স্পোর্টস নেটওয়ার্কে।