দ্য ব্রুইনের গোলে জয়ী ম্যান সিটি, পেপকে নিয়ে জল্পনা
নিজস্ব প্রতিবেদন
৩ মে: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির জয়ের দিনে হঠাৎ জল্পনা ম্যানেজার পেপ গুয়ার্দিওলাকে নিয়ে।
ইতিমধ্যেই লিভারপুলের ইপিএল জয় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে লড়াই চলছে বাকি চার দলের। শুক্রবার রাতে কেভিন দ্য ব্রুইনের করা একমাত্র গোলে ম্যান সিটি হারিয়েছে উলভ্সকে। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ১-০ জিতেছে ফুলহ্যামের বিরুদ্ধে। লেস্টার সিটি ২-০ হারিয়েছে সাউদাম্পটনকে। এভার্টন ২-২ করেছে ইপসউইচ টাউনের বিরুদ্ধে।
ম্যাচের আগে পেপের একটি মন্তব্য নিয়ে জল্পনা ছড়ায়। তিনি বলেন, “সিটির সঙ্গে চুক্তি শেষ হলে থামব। এটা নিশ্চিত। জানি না অবসর নেব কি না। কয়েক দিন ছুটি তো নেবই।’’ প্রসঙ্গত, পেপ সিটিতে থাকবেন ২০২৭ সালের জুন মাস পর্যন্ত।
এর পরেই প্রশ্ন ওঠে, পেপ কি ম্যান সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন? পরে তিনি ব্যাখ্যা দেন, “বলিনি যে মরসুম শেষ হলেই ক্লাব ছাড়ব। ম্যান সিটি যদি রাখতে না চায় সেটা আলাদা ব্যাপার।”