চোট নিয়ে সোনা ঋতুর, উজ্জ্বল প্রতিষ্ঠাও
সুতীর্থ দাস
উত্তরাখণ্ডে জাতীয় গেমসে জিমন্যাস্টিক্সে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন প্রতিষ্ঠা সামন্ত, ঋতু দাসরা। তাঁদের সেই ধারা অব্যাহত রইল পুণেয় আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতাতেও। শনিবার চোট নিয়ে খেলেও সোনা পেলেন ঋতু। অন্য দিকে একটি সোনা, দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক জিতলেন প্রতিষ্ঠা সামন্ত।
জাতীয় গেমসে বাংলার প্রতিনিধিত্ব করলেও এই প্রতিযোগিতায় রেলের হয়ে নেমেছিলেন প্রতিষ্ঠা ও ঋতু। কারণ তাঁরা রেলে চাকরি করেন। শুক্রবার ডান পায়ের হাঁটুতে চোটের কারণে নামতে পারেননি ঋতু। কিন্তু শনিবার তিনি চোট উপেক্ষা করেই নামলেন এবং থামলেন সোনা জিতে। ঋতুর পদক এসেছে ব্যক্তিগত অ্যাপারেটার্সের ব্যালেন্সিং বিমে। স্কোর ১১.৪০। পুণে থেকে ফোনে আনন্দবাজারকে বললেন, “প্রথম থেকেই মনে ভয় কাজ করছিল। যোগ্যতা অর্জন পর্বে প্রথম হওয়ার পরে আত্মবিশ্বাসী হয়ে উঠি। চোট নিয়ে সোনা পেয়েছি বলে এই জয় আমার কাছে বিশেষ।” তাঁর পরবর্তী লক্ষ্য এশীয় চ্যাম্পিয়নশিপ। পদক জেতার সঙ্গে চোট নিয়েও তাঁকে ভাবতে হচ্ছে। বললেন, “চোটের জায়গায় ইতিমধ্যে তিন বার অস্ত্রোপচার হয়েছে। তাই আর অস্ত্রোপচার করাতে চাই না।”
অন্য দিকে প্রতিষ্ঠা বৃহস্পতিবার মেয়েদের ব্যক্তিগত অলরাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন। দলগত বিভাগে শুক্রবার রুপো পান প্রতিষ্ঠারা। শনিবার ব্যক্তিগত বিভাগের টেবল ভল্টে রুপো আসে। ফ্লোর এক্সারসাইজ়ে ব্রোঞ্জ পেয়েছেন। প্রতিষ্ঠা বললেন, “চার পদক জয় আমাকে এশীয় চ্যাম্পিয়নশিপের আগে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। সেই প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করাই লক্ষ্য।”
নজরে: পদক নিয়ে প্রতিষ্ঠা। (ডান দিকে) সোনা নিয়ে ঋতু। নিজস্ব চিত্র