আজ টিভিতে
কৃষ: অ্যান্ড পিকচার্স, বিকেল ৪-২৪।
দিনপঞ্জিকা
দৃকসিদ্ধ: ২০ বৈশাখ, রবিবার, ৪ মে। সপ্তমী তিথি দিবা ৭-১৯ পর্যন্ত এবং পুষ্যা নক্ষত্র দিবা ১২-৫৪ পর্যন্ত। বারবেলা দিবা ৯-৫৭ গতে ১-১০ মধ্যে। অমৃতযোগ প্রাতঃ ৫-৫৯ গতে ৯-২৬ মধ্যে ও রাত্রি ৭-২৯ গতে ৮-৫৮ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫-৫৯ মধ্যে পুনঃ ১২-৫২ গতে ১-৪২ মধ্যে। রাত্রি ৬-৪৫ গতে ৭-২৯ মধ্যে ও ১১-৫৬ গতে ২-৫৩ মধ্যে। অন্য পঞ্জিকা: ২০ বৈশাখ, রবিবার, ৪ মে। সপ্তমী তিথি দিবা ১২-২১ পর্যন্ত ও পুষ্যা নক্ষত্র অপরাহ্ণ ৫-৪২ পর্যন্ত। বারবেলা দিবা ৯-৫৬ গতে ১১-৩৩ মধ্যে। অমৃতযোগ প্রাতঃ ৫-৫৭ গতে ৯-২৪ মধ্যে এবং রাত্রি ৭-২৯ গতে ৮-৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫-৫৭ মধ্যে পুনঃ ১২-৫০ গতে ১-৪২ মধ্যে। রাত্রি ৬-৪৪ গতে ৭-২৯ মধ্যে ও ১১-৫৫ গতে ২-৫২ মধ্যে।
আন্তর্জাতিক দমকলকর্মী দিবস ও জাতীয় কয়লাখনি-শ্রমিক দিবস। জহ্নু সপ্তমী। ৫ জেল্কদ।
আজকের দিনটি
মেষ: অপ্রিয় সত্য এড়িয়ে মধুর ব্যবহার ও দক্ষতার সাহায্যে কার্যোদ্ধার। প্রবাসী প্রিয়জনের সংবাদ না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে। আতুরদের সাহায্য করতে ভালবাসেন, তাতে মানসিক শান্তি। বৃষ: সমাজ কল্যাণমূলক কাজের দায়িত্ব নিয়ে সফল রূপায়ণ। কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, তাতে বিপদ দেখা দিতে পারে। মিথুন: হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। হৃত দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা কম। শেয়ার বা ফাটকায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল, নচেৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা। কর্কট: পুরনো বন্ধুর সঙ্গে তুচ্ছ কারণে বিবাদ ও সম্পর্কের অবনতি হতে পারে। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে। লটারি বা ফাটকায় প্রাপ্তির সম্ভাবনা। জ্যোতিষ ও অপরাধ বিজ্ঞানের চর্চায় আগ্রহ। সিংহ: পারিবারিক পরিস্থিতির প্রভাব কাজে পড়তে পারে। লোকাচার আর কুটুম্বিতা নিয়ে কূটকচালিতে সংসারে শান্তি নষ্ট হতে পারে। অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসতে পারে, তার সদ্ব্যবহার করা একান্ত প্রয়োজন। কন্যা: প্রবাসী প্রিয়জনের কাছ থেকে মূল্যবান দ্রব্যাদি পেতে পারেন। পরোপকারে নেমে স্বীকৃতি না-মেলায় মানসিক অবসাদ গ্রাস করতে পারে। তুলা: রত্ন ও অলঙ্কারের ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা। দুঃসময়ে বন্ধুর সহায়তা চেয়ে বিদ্রুপ জোটায় আত্মগ্লানি ও মানসিক কষ্ট হতে পারে। বৃশ্চিক: পরশ্রীকাতর ব্যক্তিদের মিলিত কারসাজিতে ধৈর্য না হারিয়ে শ্রম ও দক্ষতা দিয়ে যোগ্য জবাব দিতে পারেন। ব্যয় বৃদ্ধি হলেও অর্থের সংস্থান হয়ে যেতে পারে। ধনু: মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কার্যোদ্ধারের সূত্রে কর্মস্থলে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। আয়ের মাত্রা বাড়ায় জমিবাড়ি কেনার চিন্তা। মকর: বিলাসদ্রব্যের ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভাল। বাইরের লোকজনের কথায় কান দিলে ভুল হওয়ার সম্ভাবনা। বহু দিন আটকে আছে এমন কাজের ব্যাপারে আশানুরূপ ফল পাবেন না। কুম্ভ: প্রতিবাদী মনোভাব কর্মক্ষেত্রে জটিলতা বাড়াতে পারে। কেনাকাটা করার ইচ্ছে আর্থিক অসুবিধার জন্য পূরণ হবে না। সাধুসজ্জনের সান্নিধ্যে ও সাহচর্যে মানসিক শান্তি ও ধর্মের প্রতি আকর্ষণ। মীন: সম্পত্তি নিয়ে বিবাদ ঘিরে সংসারে অশান্তি ও বহু ব্যয়ে সঞ্চয় বৃদ্ধি ব্যাহত হতে পারে। মানসিক উত্তেজনা ও উদ্বেগ দমন করতে না পারলে সাফল্যের মুখ দেখা যাবে না। মুখমণ্ডলের পীড়ায় কষ্ট পাবেন।সঞ্জয়
সময়
জোয়ার: দুপুর ১টা ৫২ মিনিট এবং রাত ৩টে ০৯ মিনিট। ভাটা: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এবং সকাল ৭টা ১৭ মিনিট। সূর্য: উদয় সকাল ৫টা ০৩ মিনিট এবং অস্ত বিকেল ৬টা ০৫ মিনিট।