ঝড়বৃষ্টির পূর্বাভাস
}} বাংলাদেশের উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার সুবাদে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর এ কথা জানিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, রবিবার এবং আগামিকাল, সোমবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণের দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে হাওয়ার বেগ বেশি থাকতে পারে। মঙ্গলবারও রাজ্যের প্রায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়ের মাত্রা বেশি হতে পারে। শনিবারও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর।
পর্ষদের বিজ্ঞপ্তি
}} মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া নেওয়া শুরু হয়েছে। www.wbbsedata.com, এই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন করা যাচ্ছে। ১৭ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। তার পরে আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। শুধু সফল পরীক্ষার্থীরা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে। অকৃতকার্যেরা রিভিউয়ের আবেদন করতে পারবে। প্রতি বিষয়ে স্ক্রুটিনি জন্য ৮০ টাকা এবং প্রতি বিষয়ের রিভিউয়ের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।