বাড়িতে মণীন্দ্র
মাথাভাঙা: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্ৰতিবাদে গান বেঁধেছিলেন ভাওয়াইয়া শিল্পী মণীন্দ্র বর্মণ। অভিযোগ, তার পরে মণীন্দ্র শাসক দল তৃণমূল ও পুলিশের রোষের মুখে পড়েন। তাঁকে সমাজমাধ্যম থেকে গানটি তুলে নেওয়ার জন্য ‘চাপ’ দেওয়া হয়। ঝুঁকি এড়াতে গা ঢাকা দিতে হয় তাঁকে। অবশেষে পনেরো দিনের ‘নির্বাসন’ কাটিয়ে শনিবার পদাতিক এক্সপ্রেস চেপে কোচবিহারের মাথাভাঙার পানিগ্রামে নিজের বাড়িতে ফেরেন তিনি। মণীন্দ্র জানান, তিনি ‘হুমকি’র কাছে মাথা নত করবেন না। ফের গান বেঁধে সমাজমাধ্যমে পোস্ট করবেন।
নিজস্ব সংবাদদাতা