বাঙালির দেহ উদ্ধার দিল্লিতে
}} দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকায় একটি তালাবন্ধ ঘরের ভিতর থেকে বছর বত্রিশের এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শুভব্রত ঘোষ চৌধুরী। শুক্রবার তাঁর দিদি থানায় ফোন করে জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে শুভব্রত নিখোঁজ এবং তাঁর ফোনটি আর পাওয়া যাচ্ছে না। এর পরেই পুলিশের একটি দল শুভব্রতর বাড়িতে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
বিদেশ ভ্রমণে না
}} জামিনে মুক্ত কোনও ব্যক্তি আত্মীয়ের বিয়েতে যোগদান বা অবসরযাপনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেতে পারেন না বলে জানাল ইলাহাবাদ হাই কোর্ট। আদালতের লখনউ বেঞ্চের পর্যবেক্ষণ, বিয়েতে যোগদান বা অবসরযাপনের জন্য কোনও অভিযুক্তের বিদেশ যাওয়া অত্যাবশ্যক হিসেবে গণ্য হতে পারে না।
অ্যাঙ্গোলাকে ঋণ
}} অ্যাঙ্গোলার জন্য ২০ কোটি ডলার প্রতিরক্ষা ঋণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফররত অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেন্সোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরে ঘোষণাটি হয়।