রাজস্থানে আটক পাক রেঞ্জার
জয়পুর, ৩ মে: এ বার বিএসএফের হাতে ধরা পড়লেন এক পাক রেঞ্জার। আজ রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পাকিস্তানি জওয়ানকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের এক বাঙালি জওয়ান আট দিন ধরে আটকে রয়েছেন পাকিস্তানে। তাঁর মুক্তি কবে হবে, জানা যায়নি এখনও। এই অবস্থায় পাক রেঞ্জার আটক হওয়ায় দর কষাকষির দিক থেকে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে বলে আশা করা হচ্ছে।
বিএসএফ সূত্রে খবর, সীমান্ত লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছিলেন ওই পাক রেঞ্জার। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশকে দেখে তিনি গালিগালাজ করছিলেন বলেও অভিযোগ। তখনই তাঁকে আটক করেন ভারতীয় জওয়ানরা। এর পরে, ওই রেঞ্জারকে ছাড়াতে শনিবার সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয়নি বিএসএফ। তার ফলে আপাতত ভারতেই আটকে রয়েছেন ওই
পাক জওয়ান।
গত সপ্তাহে পূর্ণম কুমার সাউ অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে পাক বাহিনীর হাতে আটক হন। তাঁর নিরাপদ মুক্তির বিষয়ে আট দিনেরও বেশি সময় ধরে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি। পাকিস্তান থেকে বারবার বিএসএফ কর্মকর্তাদের একই উত্তর দেওয়া হয়েছে, ‘‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা করছি।’’ সৈন্য বা অসামরিক নাগরিকদের দ্বারা ভুলক্রমে সীমান্ত অতিক্রম করার ঘটনা অস্বাভাবিক নয়। সাধারণ ভাবে সর্বজনসম্মত পদ্ধতির মাধ্যমেই এগুলোর নিষ্পত্তি হয়। কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পরে জড়িত ব্যক্তিদের ফেরত পাঠানো হয়। কিন্তু পহেলগামের ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বেড়েছে। পূর্ণমের স্ত্রীকে বিএসএফ কর্তারা আশ্বস্ত করে বলেছেন যে, বাহিনী তাঁর নিরাপদ মুক্তি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
সংবাদ সংস্থা