যুদ্ধবিরতি ‘নাটক’, দাবি কিভের
কিভ, ৩ মে: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। যদিও এই যুদ্ধবিরতিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর দাবি, কিভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য
প্রস্তুত। পুতিনের সাময়িক
যুদ্ধবিরতির ‘খেলা’য় তাঁরা যোগ দেবেন না। এর আগে, ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে
রাজি হয়নি ক্রেমলিন।
এ দিকে, রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শনিবার বলেছেন, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদ্যাপনের সময়ে ইউক্রেন যদি মস্কো আক্রমণ করে, তা হলে ইউক্রেনের রাজধানী কিভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে কি না, তার আশ্বাস কেউ দিতে পারবে না।
সংবাদ সংস্থা