প্রেম করছেন সিদ্ধান্ত-সারা?
মাঝেমধ্যেই নৈশভোজে, মুভি ডেটে বা বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী ও সারা তেন্ডুলকরকে। সূত্রের খবর, সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে ডেট করছেন সিদ্ধান্ত। এর আগে সারার সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের নাম জড়িয়েছিল। অন্য দিকে, অমিতাভ বচ্চনের দৌহিত্রী নব্যা নভেলি নন্দার সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন সিদ্ধান্ত। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বিভিন্ন জায়গায় পাপারাৎজ়ির ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। নব্যার সঙ্গে সিদ্ধান্তের সম্পর্ক কবে ও কেন ভাঙল, সে বিষয়ে অবশ্য কিছু প্রকাশ্যে আসেনি। তবে গত কয়েক মাস ধরে সিদ্ধান্ত ও সারার ঘনিষ্ঠতা যে বেড়েছে, সে খবরে সিলমোহর দিয়েছে তাঁদের বন্ধুবৃত্ত।
মুক্তির অপেক্ষায় সিদ্ধান্তের ‘ধড়ক টু’। করণ জোহরের প্রযোজনায় সে ছবিতে অভিনেতার বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি।