হরমনদের হার
নিজস্ব প্রতিবেদন
৪ মে: ত্রিদেশীয় এক দিনের ম্যাচের সিরিজ়ে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হারল হরমনপ্রীত কউরের ভারত। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা তুলেছিল ২৭৫-৯। বাংলার রিচা ঘোষ করেন ৪৮ বলে ৫৮। জবাবে ৪৯.১ ওভারে ২৭৮-৭ তুলে জেতে শ্রীলঙ্কা।
ম্যাচের সেরা নীলাক্ষিকা সিলভা করেন ৩৩ বলে ৫৬। সাত বছরে ভারতের বিরুদ্ধে এক দিনের ম্যাচে এই প্রথম জয় পেল শ্রীলঙ্কা। যা তাদের ফাইনালের আরও কাছাকাছি পৌঁছে দিল। তবে হারলেও হরমনপ্রীতদের ফাইনালে যাওয়ার পথ বন্ধ হয়নি।