‘স্লিপার সেল’, দাবি সুকান্তের
রাজ্যে পাকিস্তানের ‘স্লিপার সেল’ রয়েছে, এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার! কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে পাকিস্তানি নাগরিকদের তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় রাজ্য যথেষ্ট সক্রিয় নয়, এমন অভিযোগকে সামনে রেখে আজ, সোমবার রাজ্য জুড়ে পথে নামছে বিজেপি। এর আগেই রবিবার সুকান্ত দক্ষিণ দিনাজপুরে বলেছেন, “রাজ্যেও লুকিয়ে আছে পাকিস্তানি স্লিপার সেল! সক্রিয় হচ্ছে না রাজ্য সরকার। এই সব ঠেকাতেই নাগরিকপঞ্জি প্রয়োজন।” দলের কর্মসূচিকে সামনে রেখে এ দিন থেকেই বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, হুগলি-সহ বিভিন্ন জেলায় রাজ্যের ভূমিকা নিয়ে সরব হয়েছেন
বিজেপি নেতৃত্ব। নিজস্ব প্রতিবেদন