মুইজ়্জ়ুর রেকর্ড
}} দীর্ঘ ১৫ ঘণ্টার সাংবাদিক বৈঠক করে রেকর্ড করলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ়্জ়ু। শনিবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক শুরু হয়ে তা চলতে থাকে ১৪ ঘণ্টা ৫৪ মিনিট। মাঝে শুধু প্রার্থনার জন্য সাময়িক বিরতি। মধ্যরাত পেরিয়ে বৈঠকটি শেষ হয়। এর আগে ২০১৯ সালে ১৪ ঘণ্টার সাংবাদিক বৈঠক করে বিশ্বরেকর্ড করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি।
ব্রিটেনে ধৃত ৮
}} দু’টি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ব্রিটেনে গ্রেফতার করা হল অন্তত আট জনকে। ধৃতদের মধ্যে সাত জন ইরানি নাগরিক। সূত্রের খবর, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় হামলার ছক করছিল অভিযুক্তেরা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, ম্যানচেস্টার, সুইন্ডন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়।
আকাশসীমা নিয়ে
}} পূর্ব চিন সাগরে সেনকাকু দ্বীপপুঞ্জে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ঘিরে পরস্পরের বিরুদ্ধে সরব চিন এবং জাপান। জাপানের অভিযোগ, তাদের সীমার মধ্যে থাকা ওই দ্বীপপুঞ্জে চিনা উপকূলরক্ষী বাহিনীর একটি কপ্টার প্রায় ১৫ মিনিট চক্কর কেটেছে। চিনের দাবি, জাপানের অসামরিক বিমান চিনের আকাশসীমা লঙ্ঘন করেছে।
তারেকের আহ্বান
}} সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি কার্টুন শেয়ার করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাংবাদিকরা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ।’ সম্প্রতি তিন সাংবাদিক চাকরি খুইয়েছেন ঢাকায়।