মারধরের নালিশ, ধৃত ৪ আরপিএফ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় রাত পাহারাদারকে মারধরের অভিযোগ উঠল এক
আরপিএফ কর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায়। রেল ও স্থানীয় সূত্রের খবর, স্টেশন চত্বরের
বেসরকারি রাত পাহারাদারদের অস্থায়ী ঘরে বসে কয়েক জনকে নিয়ে এস কে মজুমদার নামে ওই
আরপিএফ কর্মী মদ্যপান করছিলেন বলে অভিযোগ। সেই সময়ে সুব্রত রায় নামে এক পাহারাদার ঘরে ঢুকতে গেলে তাঁকে বাধা
দেওয়া হয়। তা নিয়ে বাদানুবাদ হয়। মত্ত অবস্থায় ওই আরপিএফ কর্মী সুব্রতকে মারধর করেন বলে অভিযোগ। রেল পুলিশ অভিযুক্ত কর্মী-সহ চার জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে যথাযথ
ব্যবস্থা নেওয়া হবে বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে। সুব্রত বলেন, “দু’-এক জনের জন্য
আরপিএফের বদনাম হচ্ছে। ঘটনায় আতঙ্কে আছি।”