জঙ্গি হানাকে
যুদ্ধ হিসেবে
দেখব: দিল্লি
অনমিত্র সেনগুপ্ত
নয়াদিল্লি, ১০ মে: আগামী দিনে দেশের অভ্যন্তরে হওয়া যে কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপকে ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী পাল্টা জবাব দেওয়া হবে বলে দেশ যে নতুন সন্ত্রাস বিরোধী রণনীতি হাতে নিয়েছে, তা স্পষ্ট করে দিল নরেন্দ্র মোদী সরকার। আজ পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত ভারত ঘোষণা করলেও আজ থেকেই সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে
নতুন করে বোঝাপড়ার নীতি হাতে নিল কেন্দ্র।
যে নীতি বলছে, পাকিস্তানের মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন ভারতে ভবিষ্যতে কোনও হামলা চালালে পাল্টা জবাবে কোনও আলোচনার পথে না হেঁটে সরাসরি সামরিক হামলা চালাবে ভারত। কারণ ভারতীয় গোয়েন্দাদের অনুমান, আগামী দিনে ফের জঙ্গি হামলা হতে পারে