রাতভর চেষ্টায় শান্তি, ভাঙল মুনিরের সেনা
অগ্নি রায়
নয়াদিল্লি, ১০ মে: যে রকম পূর্বাভাসহীন নাটকীয় ভাবে শুরু হয়েছিল মধ্যরাতের ‘অপারেশন সিঁদুর’, পাঁচ দিনের উত্তাল সংঘাতের পরে প্রায় ততটাই অপ্রত্যাশিত ভাবে তাতে যতি পড়ার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর ভারত এবং পাকিস্তান খাতায়কলমে এই সংঘর্ষ বিরতির প্রতিধ্বনি করলেও নাটক আরও গড়িয়েছে রাতে। রাত বাড়তেই জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গা থেকে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ মিলেছে। ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে গোটা কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “সংঘর্ষবিরতির কী হল? শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।” বারামুলায় একটি পাকিস্তানি ড্রোন নিষ্ক্রিয় করার খবরও এসেছে। শ্রীনগর-সহ একাধিক জায়গার আকাশে ড্রোন দেখা গিয়েছে। প্রতিরক্ষা সূত্রে অবশ্য আশ্বস্ত করে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে গুলির আওয়াজ শ্রীনগর-সহ সর্বত্র শোনা যাচ্ছে, তা প্রাথমিক ভাবে ভারতীয় অস্ত্রের। যা দিয়ে ড্রোনগুলির মোকাবিলা করা হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এর মধ্যে পাক গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বিএসএফের সাব-ইন্সপেক্টকর মহম্মদ ইমতিয়াজ। তিনি জম্মুর আর এস পুরা সীমান্তে ছিলেন।