নিহত পর্যটকের স্ত্রীকে নাগরিকত্ব
নিজস্ব সংবাদদাতা
পহেলগামে জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর স্ত্রী সোহিনীকে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার সমাজমাধ্যমে এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, সোহিনী কাশ্মীর থেকে ফিরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে বলেছিলেন ধর্ম দেখে জঙ্গি হামলা হয়েছে। এর পরেই হিন্দুরা আক্রান্ত জানিয়ে শুভেন্দুরা দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।
বিতানের দেহ আসার সময়ে বিমানবন্দরে, তাঁর বাড়িতেও গিয়েছিলেন শুভেন্দু। রাজনৈতিক শিবিরের একাংশের মত, সোহিনীর নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে
সামনে রেখে বিতানের পরিবার যে তাদের সঙ্গেই রয়েছে, সেই বার্তা দেওয়ার চেষ্টাও করে থাকতে পারে বিজেপি। ঘটনাচক্রে,
সোহিনীর সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগের বিষয়টি সামনে আসতেই তৃণমূল কংগ্রেস তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সোহিনীর বিরুদ্ধে নানা কথাও বলা হয়েছিল।