ভুয়ো খবর
}} একটি বিদেশি ওয়েবসাইটে দাবি করা হয়েছিল যে নাগা জঙ্গিদের আক্রমণে ৩৭ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ওই খবর ভুয়ো বলে জানিয়ে বিবৃতি দিল প্রতিরক্ষামন্ত্রক। ৩ কোরের সেনা মুখপাত্র জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই মিথ্যে খবর প্রচার করা হচ্ছে। বিশেষ করে দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে ওই ধরনের ভুয়ো খবর প্রকাশ অবাঞ্ছিত ও নিন্দনীয়। সেনার অনুরোধ, এই ধরণের যে কোনও খবর প্রকাশের আগে যেন অনুমোদিত সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তা যাচাই করে নেওয়া হয়। প্রসঙ্গত, নাগাল্যান্ডে সবকটি জঙ্গি সংগঠনই সংঘর্ষবিরতিতে রয়েছে। কিন্তু ওই সংবাদে দাবি করা হয়, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম (ইসাক-মুইভা) শাখা ডিমা হাসাও জেলায় ৩৭ জন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে। ওই সংবাদে আইএম মুখপাত্র মেজর হুতোভি চিশি সু-কে উদ্ধৃত করা হয়েছিল।
সানি-চিতাবাঘ
}} সানি দেওলের সঙ্গে যুদ্ধে চিতাবাঘের মৃত্যু। গুয়াহাটির কাছে পানিখাইতি এলাকার ঘটনা। পুলিশ জানায়, হাতিশিলা এলাকার বাসিন্দা সানি দেওল সাংমা নামে ওই যুবককে বাজারে যাওয়ার পথে আক্রমণ করে ওই চিতাবাঘটি। সানি পালানোর চেষ্টা করলেও চিতাবাঘটি ছাড়ছিল না। এর পর বহুক্ষণ ধরে ওই যুবকের সঙ্গে চিতাবাঘটির লড়াই চলে। শেষ পর্যন্ত সানি দেওল চিতা বাঘটির গলা টিপে ধরে মাথা পাথরে ঠুকে মেরে ফেলেন। মৃত চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য রাজ্য চিড়িয়াখানায় পাঠানো হয়। গুরুতর জখম সানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভ্রমণ বাতিল
}} ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানকে সমর্থন করার জন্য তুরস্ক এবং আজ়ারবাইজানের সমস্ত ট্যুর প্যাকেজ বাতিল করেছে ভারতীয় ভ্রমণ সংস্থাগুলি। তারা তুরস্ক এবং আজারবাইজানে যাওয়ার টিকিট বুকিং সম্পূর্ণ বন্ধ করেছে। একটি ভ্রমণ সংস্থার কর্ণধার করণ আগরওয়াল বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে আমরা আজ়ারবাইজান, উজ়বেকিস্তান এবং তুরস্কে সমস্ত ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছি।”