দুই সুর চিনের
বেজিং, ১০ মে: ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে একই দিনে দুই সুরে কথা বলতে দেখা গেল চিনকে। এক দিকে যুদ্ধ না চাওয়ায় ভারতের প্রশংসা করেছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। আবার অন্য দিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তাদের পাশে আছে ‘লৌহদৃঢ় মৈত্রীর বন্ধনে আবদ্ধ চিন’।
এ দিন ফোনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেন ওয়াং। পরে চিনের তরফে বিবৃতিতে বলা হয়, ‘‘ডোভাল কথোপকথনে জানান, পহেলগাম হামলায় অনেক ভারতীয় হতাহত হয়েছেন। তাই ভারতকে সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ করতে হবে। ভারতের যুদ্ধে আগ্রহ নেই। তাতে কারও লাভ হবে না। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি মেনে চলবে। তারা দ্রুত আঞ্চলিক শান্তি ফেরানোর লক্ষ্যে কাজ করবে।’’
জবাবে ওয়াং ই বলেন, ‘‘ভারত যুদ্ধ চায় না, এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে চিন। চিনের আশা, ভারত ও পাকিস্তান সংযত থাকবে এবং আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা মেটাবে। চিনের আশা, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সংঘর্ষবিরতিতে পৌঁছবে।’’
অন্য দিকে পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে ওয়াং ই বলেন, ‘‘পাকিস্তান কঠিন পরিস্থিতির মধ্যে যথেষ্ট সংযম দেখিয়েছে।’’ সংবাদ সংস্থা