বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ
ঢাকা, ১০ মে: চর্চা চলছিল বহু দিন ধরেই। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল অন্তর্বর্তীকালীন সরকার। নোটিস এখনও প্রকাশিত হয়নি।
আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন। আগামী সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় নোটিস দেওয়া হবে।
আজ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ওই ট্রাইবুন্যালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বাদী ও সাক্ষীদের জন্য সন্ত্রাসবিরোদী আইনের আওতায় সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। আওয়ামী লীগের নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে হবে, তা নিয়ে চর্চা চলছেই। আওয়ামী লিগকে বাদ দিয়ে নির্বাচন করানো, বা শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগকে ভোটে শামিল করার মতো বহু প্রস্তাবই এত দিন চর্চায় ছিল। আজ তারই পরিণতি দেখা গেল উপদেষ্টা পরিষদের বৈঠকে। এখন সাধারণ নির্বাচনের দিন ঘোষণা কবে হয়, সেটাই দেখার।
সেই সঙ্গে এ দিনের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০টি কাজের দিনের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা