সুদ কমল ঋণে
}} ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব কষা সুদের হার (এমসিএলআর) অধিকাংশে মেয়াদে ১০ বেসিস পয়েন্ট করে কমাল রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক। শনিবার তারা জানিয়েছে, এক বছরের মেয়াদে তা ৯.১০% থেকে কমে ৯% হতে চলেছে। এক মাস, তিন মাস এবং ছ’মাসের ক্ষেত্রে তা ৮.২৫%-৮.৮০%। এক রাতের ক্ষেত্রে তা হয়েছে ৮.২০%। কাল, সোমবার থেকে নতুন হার কার্যকর হচ্ছে। এর ফলে বাড়ি, গাড়ি, শিক্ষা, ব্যক্তিগত-সহ বিভিন্ন ঋণের কিস্তি কমবে। রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পরে সব ব্যাঙ্কই ধীরে ধীরে ঋণের সুদের হার কমাচ্ছে।
বকেয়ার মীমাংসা
}} ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেউলিয়া বিধির আওতায় বিভিন্ন ট্রাইবুনালে নথিভুক্ত হওয়ার আগেই ৩০,৩১০টি মামলার মীমাংসা হয়েছে। শনিবার কলকাতায় এই তথ্য জানিয়ে দেউলিয়া বিধি পর্ষদের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর জিতেশ জন জানান, এই মামলাগুলিতে প্রায় ১৩.৭৮ লক্ষ কোটি টাকার বকেয়া ঋণ জড়িয়ে ছিল। তাঁর বক্তব্য, বিধিতে এই ধরনের সমাধানের সুযোগ রয়েছে।
মুদ্রার ভান্ডার
}} গত ২ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার ২০৬.৫ কোটি ডলার কমেছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, তা হয়েছে ৬৮,৬০৬.৪ কোটি। তার আগের সপ্তাহে ওই ভান্ডার ১৯৮.৩ কোটি ডলার বেড়েছিল।
নতুন নিয়োগ
}} স্মিতা চট্টোপাধ্যায় বণিকসভা সিআইআইয়ের ইন্ডিয়ান উইমেন নেটওয়ার্কের পশ্চিমবঙ্গ শাখার চেয়ারপার্সন হয়েছেন। সিআইআইয়ের রাজ্য পরিষদেও নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৫-২৬ অর্থবর্ষে এই দায়িত্ব সামলাবেন স্মিতা।