বাজার অস্থির, বিনিয়োগ কমেছে ফান্ডে
নিজস্ব প্রতিবেদন
শুল্ক যুদ্ধের জেরে শেয়ার বাজারে দোলাচল অব্যাহত। তার ফলে গত চার মাস ধরে শেয়ার ভিত্তিক মিউচুয়াল ফান্ডেও লগ্নি কমছে। বাজার মহলের খবর, মার্চের তুলনায় এপ্রিলে তা ৩.২৪% কমে হয়েছে ২৪,২৭৯ কোটি টাকা। অনেকে এই ধরনের প্রকল্প থেকে পুঁজি তুলে ঋণপত্রে খাটাচ্ছেন। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সীমান্ত সংঘর্ষের কারণেও লগ্নিকারীরা কিছুটা সতর্ক। তবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফি-র বক্তব্য, এই অবস্থা সাময়িক। এসআইপি-তে লগ্নি যথারীতি বাড়ছে।
জেএম ফিনান্সিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ বিজ়নেস অফিসার ময়ূখ দত্ত বলেন, ‘‘শেয়ার বাজারের অস্থিরতায় ছোট ও মাঝারি মাপের শেয়ারভিত্তিক ফান্ডগুলি সবচেয়ে মার খেয়েছে। যে কারণে সাধারণ লগ্নিকারীদের একটা অংশ টাকা তুলে নিচ্ছেন ফান্ড থেকে।’’ তবে অ্যাম্ফি-র সিইও ভি এন চালাসানির কথায়, ‘‘বাজারের এই অস্থিরতা সাময়িক। শুল্ক যুদ্ধের পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারত এবং ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তির কাজ শেষ করেছে। আলোচনা শুরু করেছে আমেরিকা ও চিন। ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ স্থিমিত হলে অস্থিরতা কাটবে। তখন ফের লগ্নি বাড়বে বলেই আমার বিশ্বাস।’’