পাঁচ নম্বর সেক্টর ও নিউ টাউনে ১৯টি ছাদ-রেস্তরাঁর ব্যবসা বন্ধ
নিজস্ব সংবাদদাতা
মধ্য কলকাতার মেছুয়াপট্টির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যুর পরে কলকাতা ও বিধাননগর পুর এলাকার একাধিক ছাদ-রেস্তরাঁ বন্ধ হয়েছে। এ বার উপযুক্ত আইনি কাগজপত্র না দেখানোয় সল্টলেকের শিল্পতালুক তথা পাঁচ নম্বর সেক্টর এবং নিউ টাউন এলাকা মিলিয়ে ১৯টি ছাদ-রেস্তরাঁ, পানশালা, কফি শপ আপাতত বন্ধ করা হল।
পাঁচ নম্বর সেক্টরের পরিচালন সংস্থা ‘নব নিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’ জানিয়েছে, তাদের এলাকায় ন’টি এবং নিউ টাউনের পুর পরিষেবা সংক্রান্ত পরিচালন সংস্থা এনকেডিএ জানিয়েছে, তাদের এলাকায় ১০টি ছাদ-সহ রেস্তরাঁ, পানশালা, কফি শপ, ব্যাঙ্কোয়েট আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে শনিবার।
উল্লেখ্য, মেছুয়াপট্টির ঘটনার পর পরই পাঁচ নম্বর সেক্টরে একটি রাসায়নিকের কারখানায় আগুন লাগে। সেখানে দেখা যায়, ভিতরে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর অভাবে আগুনের সময়ে সে সব ব্যবহার হয়নি।
আইনি কাগজপত্র এবং উপযুক্ত অগ্নিবিধি মেনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে কিনা, তা দেখতে গত শনি ও রবিবার এনকেডিএ নিউ টাউনে বিশেষ পরিদর্শন কর্মসূচি নিয়েছিল। পাঁচ নম্বর সেক্টরেও একই পদক্ষেপ করেন নব দিগন্ত কর্তৃপক্ষ। নব দিগন্ত এবং এনকেডিএ-র আধিকারিকেরা জানান, যে সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, পরে তারা সব ধরনের ব্যবস্থা করল কিনা, তা দেখার পরেই ফের প্রতিষ্ঠান খোলার প্রশ্ন আসবে।