জাল নথি-কাণ্ডে পুলিশি হেফাজত
}} জাল নথির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে ধৃত আব্দুল ওয়াসিদের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের মুখ্য
বিচার বিভাগীয় বিচারক। শুক্রবার কলকাতা পুলিশের সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশনের (এসসিও) অফিসারেরা তাকে গ্রেফতার করেছিলেন। ভবানীপুর থানায় ওই ঘটনার মামলা দায়ের করা হয়। শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘২০২৪ সালে হাওড়া জেলার রাজাপুরের বাসুদেবপুর পঞ্চায়েতে জন্মের একটি জাল শংসাপত্র তৈরি করিয়েছিল অভিযুক্ত। পাসপোর্ট তৈরিতে সেই নথি জমা দিয়েছিল। তা যাচাই করার পরে ধরা পড়েছে। এর আগে ওই শংসাপত্র আর কোথাও ব্যবহার করা হয়েছে কিনা, তা দেখা হচ্ছে। সেই কারণে তাকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।’’ বিচারক ১৬ মে পর্যন্ত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
পুড়ে মৃত্যু
}} পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা
এলাকার সুরেন সরকার রোডে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ঝর্না দত্ত (৬৭)। ওই বাড়িতে একাই থাকতেন তিনি। এ দিন সকালে তাঁর মেয়ে এসে দেখতে পান, অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। এর পরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই মহিলা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে থাকতে পারেন। পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ধৃত আরও এক
}} ট্যাক্সি থেকে দু’কোটি ৬৬ লক্ষ টাকা লুটের ঘটনায় শনিবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। ধৃতের নাম শেখ আমিরুদ্দিন ওরফে গুজ্জর। ধৃতকে জেরা করে তার এন্টালির বাড়ি থেকে লুটের ১২ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। এর আগে এই মামলায় আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছিল ৪৮ লক্ষ টাকা। এ দিন নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে প্রথমে আমিরুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার হয় সে।
সংঘর্ষে জখম এক
}} মোটরবাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় জখম হলেন এক জন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি
ঘটে শনিবার ভোরে, ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ড হারবার রোডে। জখমের নাম অমিত মণ্ডল। তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম ওই ব্যক্তি মোটরবাইক চালাচ্ছিলেন। অভিযোগ, গাড়ি-সহ চালক পলাতক।