তিনটি নতুন কারখানা গড়তে লগ্নি বিড়লাদের
নিজস্ব সংবাদদাতা
ব্যবসা বাড়াতে ৪৩৩৫ কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করেছে কলকাতার সংস্থা বিড়লা কর্পোরেশন। ওই টাকায় তিনটি নতুন সিমেন্ট কারখানা তৈরির পরিকল্পনা করেছে তারা। এ ব্যাপারে সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালন পর্ষদ। সেই সঙ্গে একটি কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধিও লক্ষ্য। সংস্থা কর্তৃপক্ষের দাবি, তাঁদের সব কারখানা মিলে মোট ২ কোটি টন সিমেন্ট তৈরি হয়। ২০২৮-২৯ সালের মধ্যে তার পরিমাণ ২.৭৬ কোটি টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আপাতত সেই লক্ষ্য পূরণেই বিনিয়োগ করতে নামা হয়েছে।
সংস্থার চেয়ারম্যান হর্ষবর্ধন লোঢার দাবি, ‘‘দেশে বার্ষিক ৬ থেকে ৭ শতাংশ করে সিমেন্টের চাহিদা বাড়বে। বাজার ধরার প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত। লগ্নির পদক্ষেপ সেই কারণেই।’’ তিনি জানান, প্রয়াগরাজ, গয়া এবং আলিগড়ে নতুন তিনটি সিমেন্ট তৈরির কারখানা গড়া হবে। এ ছাড়া মধ্যপ্রদেশের মাইহার-এর কারখানাটির উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। নতুনগুলি নিয়ে সংস্থার মোট কারখানার সংখ্যা হবে ১৩। এখন বিড়লাদের ৮টি রাজ্যে ১০টি সিমেন্ট কারখানা রয়েছে। তার মধ্যে এই রাজ্যের দুর্গাপুরে একটি।
এ দিকে, ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) তার আগের বছরের তুলনায় বিড়লা কর্পোরেশনের নিট মুনাফা ৩৩.২% বেড়েছে। হয়েছে ২৫৭ কোটি টাকা। ওই সময়ে সংস্থা মোট আয় করেছে ২৮৬৩ কোটি। তার আগের বারের একই সময়ের তুলনায় ৬.৮% বেশি।