বাইকের ধাক্কা
নিজস্ব সংবাদদাতা
মোটরবাইকের ধাক্কায় জখম হলেন এক মহিলা পথচারী। শুক্রবার রাতে, বড়তলা থানা এলাকার যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ে। পুলিশ জানিয়েছে, আহত মহিলার নাম বেরা সাহা। তাঁর বাড়ি মসজিদবাড়ি স্ট্রিটে। তাঁর দুই হাঁটু এবং কোমরে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আর জি কর হাসপাতালে বেরা ভর্তি। চালক-সহ বাইকটি হেফাজতে নিয়েছে পুলিশ।