তরুণীকে খুনের ঘটনায় ধৃত এক
}} ব্যারাকপুরের খালপাড়ের মাঠ থেকে শুক্রবার উদ্ধার হওয়া তরুণীর মৃত্যুর তদন্তে নেমে পুলিশ শনিবার ছোট্টু মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে। মৃতা তরুণী প্রীতিলতা দাসের (২৬) দেহের পাশে পড়ে থাকা হাতব্যাগে পাওয়া আধার কার্ড ও কিছু কাগজপত্র দেখে পুলিশ জানিয়েছিল, তরুণী উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। ব্যারাকপুর কমিশনারেটের বাসুদেবপুর থানার কয়ারাপুর খালের ধারে ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছিল। পুলিশ জানায়, স্থানীয় পানপুর এলাকার বাসিন্দা ছোট্টুই প্রীতিলতাকে খালপাড়ে নিয়ে গিয়েছিল। এ দিন ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান গণেশ বিশ্বাস বলেন, ‘‘মৃতদেহের পাশে কিছু সন্দেহজনক সামগ্রী মিলেছিল। আমরা নিজেদের হেফাজতে নিয়ে ধৃত ব্যক্তিকে জেরা করে সত্য জানার চেষ্টা করছি।’’
অস্বাভাবিক মৃত্যু
}} এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায়, কড়েয়া থানার শামসুল হুদা রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নইমা বেগম (৭০)। শুক্রবার বাড়ির শৌচাগারে তিনি অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আধপোড়া দেহ
}} এক ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার হল বসিরহাটের মাটিয়ায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত পরিচয় মেলেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। দুপুরে দিকে মাটিয়ার ঘোড়ারাস এবং মালতিপুর স্টেশনের মধ্যে, রেললাইন থেকে কিছুটা দূরে মাঝবয়সি ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে ছিল কিছু খড়।
‘ধর্ষণ’, ধৃত
}} নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পকসো মামলায় গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আমিন মণ্ডল। সপ্তম শ্রেণির এক ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার নাবালিকা যখন বন্ধুদের সঙ্গে খেলছিল, তখন আমিন তাকে ভুলিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকা বাড়ি ফিরে সব জানালে শুক্রবার নির্যাতিতার পরিজনেরা ছেলেটির বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করেন বলে খবর। ধৃতকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।